“দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া…

“দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়”।

বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়”।

[صحيح بمجموع طرقه] [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যদি দুজন মুসলিম রাস্তায় অথবা অনুরূপ কোথাও দেখা করে এবং তাদের একজন অন্যজনের সাথে মুসাফা করে, তাহলে তাদের বিদায়ের আগেই অথবা মুসাফা শেষ হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয়।

فوائد الحديث

সাক্ষাতের সময় মুসাফা করা মুস্তাহাব এবং এটিতে উৎসাহিত করা।

আল-মুনাভী বলেন: কোন ওজর না থাকলে ডান হাত ডান হাতের ভেতর রাখা ছাড়া সুন্নাত অর্জন হবে না।

সালাম প্রসারে উদ্বুদ্ধ করা এবং একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করার মহান সওয়াবের বার্তা।

হারাম মুসাফা, যেমন অপরিচিত মহিলার সাথে মুসাফা হাদীস থেকে বাদ দেওয়া হবে।

التصنيفات

সৎকাজের ফযীলত, সালাম ও অনুমতি প্রার্থনার আদব