হে আল্লাহর রাসূল, উম্মু সা‘দ মারা গেছেন, কোন সদকা সবচেয়ে উত্তম হবে? তিনি বললেন: “পানি”, তিনি বলেন: সে একটি কূপ খনন…

হে আল্লাহর রাসূল, উম্মু সা‘দ মারা গেছেন, কোন সদকা সবচেয়ে উত্তম হবে? তিনি বললেন: “পানি”, তিনি বলেন: সে একটি কূপ খনন করলেন এবং বললেন: এটি উম্মু সা‘দের জন্য।

সাদ ইবন উবাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: হে আল্লাহর রাসূল, উম্মু সা‘দ মারা গেছেন, কোন সদকা সবচেয়ে উত্তম হবে? তিনি বললেন: “পানি”, তিনি বলেন: সে একটি কূপ খনন করলেন এবং বললেন: এটি উম্মু সা‘দের জন্য।

الشرح

উম্মু সা‘দ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, ফলে তিনি সর্বোত্তম সদকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যেন তার মায়ের পক্ষ থেকে তা সদকা করতে পারেন? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ দিলেন: সর্বোত্তম সদকা হলো পানি, ফলে তিনি একটি কূপ খনন করলেন এবং তা মায়ের জন্য সদকা করলেন।

فوائد الحديث

পানি হল সদকার প্রকারসমূহের একটি শ্রেষ্ঠ প্রকার।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা‘দকে পানি সদকা করার জন্য নির্দেশ দেন। কেননা তা দ্বীনী ও পার্থিব বিষয়ে অধিক উপকারী, অধিকন্তু তীব্র গরম, প্রয়োজন ও পানির স্বল্পতা ছিল।

সদকার সাওয়াব মৃতদের কাছে পৌঁছার প্রমাণ।

সা‘দ ইবন উবাদাহ রাদিয়াল্লাহু আনহুর তার মা রাদিয়াল্লাহু আনহুমার প্রতি সদাচারণ।

التصنيفات

ওয়াকফ, নফল সাদকা