“মুমীন খোঁটা দানকারী, অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”

“মুমীন খোঁটা দানকারী, অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মুমীন খোঁটা দানকারী, অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী মুমিনের কাজ নয় মানুষকে তাদের বংশ সম্পর্কে হেয় করা, বেশী গালমন্দ ও লা’নত করা এবং এমন কথা ও কাজে অশ্লীল হওয়া নয় যেখানে লজ্জা নেই।

فوائد الحديث

শরয়ী দলীলসমূহে হারাম কর্ম অথবা ওয়াজিব ত্যাগ করা ছাড়া ঈমানকে অস্বীকার করা হয় না।

অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও খারাপ আচরণ থেকে রক্ষা করার জন্য উৎসাহিত করা, বিশেষ করে জিহ্বা।

আল-সিন্ধি বলেন: الطعّان، واللعّان (অধিক হেয়কারী ও অধিক অভিশম্পাতকারী) এর অতিরঞ্জিত রূপটি একটি ইঙ্গিত যে হেয়যোগ্য ও অভিশাপযোগ্য ব্যক্তিদের স্বল্প পরিমাণে হেয় ও অভিশাপ করলে ঈমানদার হওয়ার বিশেষণকে ক্ষতিগ্রস্ত করবে না।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ, কথা বলা ও চুপ থাকার আদব