যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়াতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির…

যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়াতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির চেয়ে বেশি যোগ্য নয়।

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়াতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির চেয়ে বেশি যোগ্য নয়।"

[হাসান] [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, যে ব্যক্তি এমন স্থানে আসে যেখানে লোকেরা বসে আছে, সে তাদের সালাম করবে এবং যদি সে সেখান থেকে উঠতে চায়, তাহলে তার উচিত তার সাথীদেরকে সালামের সাথে বিদায় জানানো। আগমনের সময় প্রথম সালাম প্রস্থানের সময় দ্বিতীয় সালামের চেয়ে বেশি উপযুক্ত নয়।

فوائد الحديث

সালাম প্রসারের আহ্বান।

সাক্ষাতের সময় এবং বের হওয়ার সময় একে অপরকে সালাম জানাতে উৎসাহিত করা।

আস-সিন্দি বলেন: তাঁর কথা (এবং যখন তিনি দাঁড়াতে চান) অর্থ: সমাবেশ থেকে, (তাহলে প্রথমটি বেশি যোগ্য নয়) অর্থ: উভয়ই সালাম একটি প্রকৃত সুন্নাত যা আমল করা উচিত, তাই প্রথমটি নিশ্চিত করে দ্বিতীয়টি ত্যাগ করার কোনও কারণ নেই।

التصنيفات

সালাম ও অনুমতি প্রার্থনার আদব