নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।

আব্দুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনাহ রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন তিনি তার দুই হাতের মধ্যে ফাঁক রাখতেন। তিনি তার প্রতিটি হাতের পাশের দিক উক্ত হাত দুটি ডানার ন্যায় ছড়িয়ে দিতেন। এমনকি এতে তার বগলের চামড়ার রঙ বোঝা যেত। বাহুদ্বয়কে ছড়িয়ে দেওয়া এবং পার্শদেশ থেকে উভয়টিকে দূরে রাখার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বারোপ।

فوائد الحديث

সিজদার ক্ষেত্রে এ ধরণটি মুস্তাহাব, তা হচ্ছে: দুই পার্শদেশ থেকে দুই বাহুকে দূরে রাখা।

যদি মুক্তাদীর হাত ফাঁকা রাখার কারণে পাশে থাকা ব্যক্তির কষ্ট হয়, তাহলে তার জন্য এমন করা জায়িয হবে না।

সিজদার অবস্থায় হাত ফাঁকা রাখার মধ্যে অনেক হিকমত রয়েছে, যেমন: সালাতের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা প্রকাশ এবং যখন সিজদাহর প্রতিটি অঙ্গের উপরে নির্ভর করা হয়, তখন ইবাদাতের ক্ষেত্রে প্রতিটি অঙ্গের হক আদায় হয়। আরো বলা হয়ে থাকে: এর আরো একটি হিকমত হচ্ছে এটা বিনয়ের সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ, এবং নাক ও কপালকে যমীনের সবচেয়ে কাছাকাছি রাখা হয়, এবং প্রতিটি অঙ্গকে অন্য অঙ্গ থেকে পৃথক রাখা যায়।

التصنيفات

সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ