রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর, তখন তার উপরে কুরআন অবতীর্ণ হয়

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর, তখন তার উপরে কুরআন অবতীর্ণ হয়

ইবনু ‘আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর, তখন তার উপরে কুরআন অবতীর্ণ হয়। তারপরে তিনি মক্কাতে তের বছর অবস্থান করেন, তারপর তাকে হিজরতের আদেশ করা হলে তিনি মদীনাতে হিজরত করেন, সেখানে দশ বছর অবস্থান করেন এবং মৃত্যুবরণ করেন।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

ইবনু ‘আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা সংবাদ দিচ্ছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অহী নাযিল ও তাকে নবী হিসেবে প্রেরণ করা হয়, তখন তার বয়স চল্লিশ বছর। তারপর অহী নাযিলের পর তিনি মক্কাতে তের বছর অবস্থান করেন, তারপরে তাকে মদীনা হিজরতের আদেশ দেওয়া হয় আর তিনি সেখানে দশ বছর বসবাস করেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন তার বয়স ছিল তেষট্টি বছর।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের ব্যাপারে সাহাবীদের গুরুত্বারোপের বিষয়টি হাদীসে বর্ণিত হয়েছে।

التصنيفات

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জীবনী