“যে বান্দার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না”।

“যে বান্দার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না”।

আবূ আবস আব্দুর রহমান ইবন জাবর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে বান্দার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না”।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে, আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় যার দুই পায়ে ধুলো লাগবে জাহান্নামের আগুন তা স্পর্শ করবে না।

فوائد الحديث

আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ।

যদিও ধুলো পুরো শরীরকে স্পর্শ করে, তবু কেবল দু পা-কেই উল্লেখ করা হয়েছে; কারণ সে যুগে অধিকাংশ মুজাহিদ পদাতিক ছিলেন, আর পা সর্বাবস্থায় ধুলোমলিন হয়।

ইবনু হাজার বলেন, পায়ে কেবল ধুলো লাগলেই যদি জাহান্নামে তা হারাম হয়, তাহলে যে চেষ্টা করল, তার প্রচেষ্টা ব্যয় করল এবং নিজের সামর্থ্য নিঃশেষ করল, তার পুরস্কার কেমন হবে?!

التصنيفات

জিহাদের ফযীলত