“তার নাক ভূলুষ্ঠিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হল, কিন্তু সে আমার উপর দরূদ পাঠ করেনি। ভূলুষ্ঠিত হোক তার নাক যার…

“তার নাক ভূলুষ্ঠিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হল, কিন্তু সে আমার উপর দরূদ পাঠ করেনি। ভূলুষ্ঠিত হোক তার নাক যার নিকট রমযান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। আর ভূলুষ্ঠিত হোক তার নাক যার নিকট তার বাবা-মা বৃদ্ধে উপনিত হলো, কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি (সে তাদের সঙ্গে ভাল আচরণ করে জান্নাত অর্জন করেনি)”।

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তার নাক ভূলুষ্ঠিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হল, কিন্তু সে আমার উপর দরূদ পাঠ করেনি। ভূলুষ্ঠিত হোক তার নাক যার নিকট রমযান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। আর ভূলুষ্ঠিত হোক তার নাক যার নিকট তার বাবা-মা বৃদ্ধে উপনিত হলো, কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি (সে তাদের সঙ্গে ভাল আচরণ করে জান্নাত অর্জন করেনি)”।

[সহীহ] [رواه الترمذي وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরণের লোককে অপমান, লাঞ্ছনা এবং ক্ষতির কারণে ধুলোয় নাক ডুবে থাকার বদ দোয়া করেছেন: প্রথম শ্রেণী: যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম উল্লেখ করা হল, কিন্তু সে তার উপর صلى الله عليه وسلم বা অনুরূপ কিছু বলে সালাত পাঠ করল না। দ্বিতীয়ত: যে ব্যক্তি রমজান মাস প্রত্যক্ষ করল এবং ইবাদতের ক্ষেত্রে তার অবহেলার জন্য ক্ষমা পাওয়ার আগেই মাসটি শেষ হয়ে গেল। তৃতীয়ত: এমন ব্যক্তি যে তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে পেল, কিন্তু তাদের হক ও অধিকার আদায়ে তার অবাধ্যতা ও ত্রুটির কারণে তারা তার জান্নাতে প্রবেশের কারণ হননি।

فوائد الحديث

আস-সিন্দি বলেন: মূল কথা হলো, তাদের প্রত্যেকে এমন কিছু লাভ করেছে যদি সে অবহেলা না করত, তাহলে সে প্রচুর কল্যাণ অর্জন করত, যেহেতু সে ত্রুটি করেছে, তার থেকে তা ছুটে গেছে এবং সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হল।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলেই তাঁর উপর সালাত পাঠ করা।

রমজান মাসে ইবাদতের প্রতি অধ্যবসায় ও প্রচেষ্টা করার আহ্বান।

মানুষকে তাদের পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণ হতে এবং তাদের সম্মান করতে উৎসাহিত করা, বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়।

التصنيفات

আকস্মিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট যিকিরসমূহ