তোমরা রেশমী কাপড় পরিধান করো না, কারণ, যে দুনিয়াতে তা পরিধান করবে আখিরাতে সে তা পরিধান করবে না।

তোমরা রেশমী কাপড় পরিধান করো না, কারণ, যে দুনিয়াতে তা পরিধান করবে আখিরাতে সে তা পরিধান করবে না।

উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: তোমরা রেশমী কাপড় পরিধান করো না, কারণ, যে দুনিয়াতে তা পরিধান করবে আখিরাতে সে তা পরিধান করবে না।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

পুরুষের জন্য রেশমী কাপড় পরিধান করা হারাম হওয়ার বিষয়টি এ হাদীসটিতে আলোচনা করা হয়েছে। পরিধানকারীর শাস্তি হলো সে আখিরাতে তা পরিধান করবে না। কারণ, শাস্তি আমলের ধরণ অনুযায়ী।

التصنيفات

পোশাক-আশাকের আদব