“যে লোক দুনিয়ায় রেশমী কাপড় পরবে, আখিরাতে সে তা পরতে পারবে না”।

“যে লোক দুনিয়ায় রেশমী কাপড় পরবে, আখিরাতে সে তা পরতে পারবে না”।

উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে লোক দুনিয়ায় রেশমী কাপড় পরবে, আখিরাতে সে তা পরতে পারবে না”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, পুরুষদের যে দুনিয়ায় রেশমী কাপড় পরবে, তাওবা না করলে আখিরাতে সে তা পরতে পারবে না, তার শাস্তি স্বরূপ।

فوائد الحديث

রেশম বলতে যা বোঝানো হয়েছে তা হল খালিস প্রাকৃতিক রেশম, কিন্তু কৃত্রিম রেশম হাদীসের অন্তর্ভুক্ত নয়।

পুরুষদের জন্য রেশম পরিধান করা হারাম।

রেশম পরিধানের নিষেধাজ্ঞা তা পরিধান করা এবং বিছানো উভয়কে শামিল করে।

পুরুষদের জন্য তাদের কাপড়ে নকশা অথবা কাপড়ের পার্শ্বে কিছু রেশম ব্যবহার করা বৈধ, যা দুই থেকে চার আঙ্গুলের বেশি চওড়া নয়।

التصنيفات

পোশাক-আশাকের আদব