যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়ন সামগ্রী জান্নাতে প্রস্তুত করেন। সে যতবার…

যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়ন সামগ্রী জান্নাতে প্রস্তুত করেন। সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমনাগমন করে, (আল্লাহও তার জন্য ততবার আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন।)

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়ন সামগ্রী জান্নাতে প্রস্তুত করেন। সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমনাগমন করে, (আল্লাহও তার জন্য ততবার আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন।)

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে কেউ ইবাদত, ইলম বা অন্যান্য ভাল উদ্দেশ্যে যে কোন সময় দিনের শুরুতে বা শেষে মসজিদে আসেন তাকে সুসংবাদ দিয়েছিলেন যে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি জায়গা এবং আতিথেয়তা প্রস্তুত করেছেন, যখনই তিনি দিন বা রাতে মসজিদে আসেন।

فوائد الحديث

মসজিদে যাওয়ার ফযীলত এবং সেখানে জামাতে সালাত আদায় করার প্রতি উৎসাহ যে মসজিদ থেকে পশ্চাৎপদ ব্যক্তি কতটা কল্যাণ, ফযীলত, সাওয়াব এবং আতিথেয়তা থেকে বঞ্চিত হয় যা আল্লাহ তা‘আলা যারা তার ঘরে যান তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন।

মানুষ যদি তাদের বাড়িতে যারা আসে তাদের সম্মান করেন এবং তাদের খাবার দেন , তবে মহান ও পরম আল্লাহ তাঁর সৃষ্টির চেয়েও বেশী উদার! যে তার ঘরে যাবে, তিনি তাকে সম্মান করবেন এবং আল্লাহ তার জন্য একটি বড় ও মহান আতিথেয়তা প্রস্তুত করবেন।

মসজিদে যাওয়ার আনন্দ ও ঈর্ষা; কারণ তার যাওয়ার সংখ্যার উপর নির্ভর করে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তার জন্য একটি আতিথেয়তা প্রস্তুত করা হয়।

التصنيفات

জামা‘আতের সাথে সালাতের ফযীলত ও তার বিধান