“যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের…

“যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন কে প্রতিহত করবেন।”

আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন কে প্রতিহত করবেন।”

[সহীহ] [رواه الترمذي وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মন্দ ও খারাপ কিছু আরোপ করা থেকে তাকে রক্ষা করবে,আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার থেকে আযাব প্রতিহত করবেন।

فوائد الحديث

মুসলিমদের সম্মানহানীকর কোন কথাবার্তা বলা হারাম।

সমজাতীয় কাজে সমজাতীয় পুরুস্কার। সুতরাং যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাত প্রতিরোধ করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন প্রতিহত করবেন।

ইসলাম তার অনুসারীদের জন্য পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া ও সহযোগিতার ধর্ম।

التصنيفات

ফযীলত ও শিষ্ঠাচার, প্রশংসিত চরিত্রসমূহ