নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, কেউ তাকে সুগন্ধি উপহার দিলে তা ফেরত দিতেন না; বরং তিনি তা গ্রহণ করতেন। কেননা তা বহনে হালকা আর ঘ্রাণও সুগন্ধময়।

فوائد الحديث

কেউ আতর ও সুগন্ধি উপহার দিলে তা গ্রহণ করা মুস্তাহাব; কেননা তা বহন করতে কষ্ট হয় না, এবং তা গ্রহণ করতেও কষ্ট হয় না।

সুগন্ধি উপহার দিলে তা ফেরত না দিয়ে গ্রহণ করা এবং অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ও সুন্দরতম চরিত্র এ হাদীসে ফুটে উঠেছে।

সুগন্ধি ব্যবহারের ব্যাপারে এ হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে।

التصنيفات

যিয়ারত ও অনুমতি প্রার্থনার আদব