রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে…

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে খাস পোশাকে সাদৃশ্য গ্রহণকারী পুরুষকে আল্লাহর রহমত থেকে বহিষ্কার ও নির্বাসনের দোয়া করেছেন, হোক সেটি চেহারা, রঙ, ভঙ্গি, পোশাক-আশাক, সাজসজ্জা, অথবা অন্য কিছুতে। অথবা একজন মহিলা পুরুষের সাথে খাস পোশাকে পুরুষের অনুকরণ করা, যা একটি মহাপাপ।

فوائد الحديث

আল-শাওকানী বলেন: নারীদের জন্য পুরুষদের সাদৃশ্য গ্রহণ করা এবং পুরুষদের জন্য নারীদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। কারণ অভিশাপ হারাম কর্মের জন্য হয়।

ইবনু উসাইমিন বলেন: যা তাদের মাঝে উভয় শ্রেণিই পরিধান করে, যেমন কিছু টি-শার্ট যা পুরুষ এবং মহিলারা পরে, তাহলে তাতে কোনও দোষ নেই, অর্থাৎ পুরুষ ও মহিলারা এটি পরলে কোনও দোষ নেই। কারণ এটি উভয়ের মাঝে ভাগ করা।

التصنيفات

নিষিদ্ধ সাদৃশ্য, পোশাক ও সাজ-সজ্জা