“এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার…

“এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে”।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। তিনি হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা কি জান, এটা কিসের আওয়াজ?” বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তাঁর রসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, “এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেহের পতনের মতো একটি বিরক্তিকর শব্দ শুনতে পেলেন, তাই তিনি তাঁর কাছে থাকা সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের এই শব্দ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে তারা বললেন: আল্লাহ ও তাঁর রাসূল ভাল জানেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেনঃ তোমরা যে আওয়াজটি শুনেছ তা একটি পাথরের যা সত্তর বছর পূর্বে জাহান্নামের প্রান্ত থেকে নিক্ষিপ্ত হয়েছিল, সেটি তাতে নিচে যাচ্ছে ও পতিত হচ্ছে; এই এখন যখন তোমরা শব্দটি শুনেছ সেটি তার নিচে গিয়ে পৌঁছেছে।

فوائد الحديث

নেক আমল করে শেষ দিবসের প্রস্তুতি নেওয়ার উৎসাহ দান এবং জাহান্নাম থেকে সতর্ক করা।

মানুষের যে বিষয়ে জ্ঞান নেই সে সম্পর্কে জ্ঞানকে আল্লাহ তা‘আলার প্রতি সোপর্দ করা মুস্তাহাব।

বক্তব্যের আগে শিক্ষকের আগ্রহ ও মনোযোগ জাগিয়ে তোলা; যাতে বেশী বোধগম্য হয়।

التصنيفات

জান্নাত ও জাহান্নামের গুণাগুণ