পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা…

পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।

আবূ মাস‘ঊদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

পূর্বেকার নবীদের থেকে যেসব বাণীসমূহ বর্ণিত আছে, তন্মধ্যে একটি ওসিয়ত হচ্ছে লজ্জা সম্পর্কে। লজ্জা একটি অভ্যন্তরীণ স্বভাব, একটি মানুষকে যা সুন্দর ও সজ্জিত করে সেগুলো করতে এবং যা তাকে কলুষিত ও কালিমা লেপন করে সেগুলো না করতে উৎসাহিত করে। লজ্জা ঈমানের একটি স্বভাব। ঈমানের স্বভাব লজ্জা যদি মানুষকে খারাপ কর্ম থেকে বিরত না রাখে তাহলে কীসে তাকে বিরত রাখবে?

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ