তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে সালাতের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন…

তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে সালাতের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন তাদেরকে সালাতের জন্য প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও।”

আমন ইবনে শুআইব তাঁর পিতা থেকে এবং তিনি আমেরের দাদা (আব্দুল্লাহ ইবনে আমর) থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে সালাতের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন তাদেরকে সালাতের জন্য প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও।” । আবূ সুরাইয়াহ সাবরাহ ইবনে মা’বাদ জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা শিশুকে সাত বছর বয়সে সালাত শিক্ষা দাও এবং দশ বছর বয়সে তার জন্য তাকে মার।” আবূ দাঊদের শব্দে: “শিশু সাত বছর বয়সে পৌঁছলে তাকে তোমরা নামাযের আদেশ দাও।”

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

তোমাদের ছেলে ও মেয়েদেরকে সালাত শিক্ষা দাও এবং সাত বছর পূর্ণ হলে তাদেরকে সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন সালাত থেকে বিরত থাকলে তা আদায়ের জন্য তাদেরকে প্রহার কর এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও।

التصنيفات

সালাতের ওয়াজিব ও সালাত ত্যাগকারীর বিধান