যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে…

যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”

আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”। তিনি বলেন: এরূপই কি? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন, যখন এ দো‘আটি বলে তখন শয়তান বলে সারা দিনের জন্যে সে আমার থেকে নিরাপত্তা লাভ করল।

[হাসান] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন: (أعوذ بالله العظيم) আমি আল্লাহ এবং তাঁর গুণাবলীর মাধ্যমে আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করছি। (وبوجهه الكريم) কারীম হলো বদান্যশীল ও দানকারী। (وسلطانه) সুলতান হলো তাঁর সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা তার উপর তার আধিপত্য, ক্ষমতা এবং প্রভাব বিস্তার। (القديم) অনন্ত চিরন্তন। (من الشيطان الرجيم) রাজীম হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও বহিষ্কৃত, অর্থাৎ: হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা, তার ফিতনা, তার পরিকল্পনা, তার বিপদ, তার প্রবঞ্চনা এবং তার গোমরাহী থেকে রক্ষা করুন, কারণ সেই হল গোমরাহীর কারণ এবং পথভ্রষ্টতা ও মূর্খতার প্রতি উদ্দীপক। আব্দুল্লাহ ইবন আমরকে বলা হল: "أقط؟" অর্থাৎ: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটুকুই বলেছেন? তিনি বললেন: হ্যাঁ। যখন মসজিদে প্রবেশকারী এই দোয়া করে; তখন শয়তান বলে: এই প্রবেশকারী ব্যক্তি দিনরাত সারাক্ষণ আমার থেকে নিজেকে রক্ষা করে নিল।

فوائد الحديث

মসজিদে প্রবেশের সময় এই যিকিরটির মাধ্যমে দোয়া করার ফজিলত এবং এটি তার কথককে তার অবশিষ্ট দিন শয়তানের হাত থেকে রক্ষা করে।

শয়তান থেকে সতর্কীকরণ। আর সে একজন মুসলিমকে বিভ্রান্ত ও প্ররোচিত করার জন্য লুকিয়ে অপেক্ষা করে;

একজন ব্যক্তি শয়তানের বিভ্রান্তি ও প্রতারণা থেকে রক্ষা পাবে যতটা তার হৃদয় আল্লাহর প্রতি ঈমানকে ধারন করবে এবং এই প্রার্থনাকে স্মরণ করবে এবং এর ওপর প্রাপ্ত আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে।

التصنيفات

তাওহীদুল আসমা ও সিফাত, মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার যিকিরসমূহ