“যখন তোমাদের কারো পাত্রে কুকুর পান করে, সে তা সাতবার ধুয়ে নিবে”*।

“যখন তোমাদের কারো পাত্রে কুকুর পান করে, সে তা সাতবার ধুয়ে নিবে”*।

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কারো পাত্রে কুকুর পান করে, সে তা সাতবার ধুয়ে নিবে”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পাত্রে কুকুর জিহ্বা দাখিল করলে সেটি সাতবার ধৌত করতে নির্দেশ দিয়েছেন। তার প্রথমটি হবে মাটি দিয়ে যাতে তার পরে পানি দিয়ে ধৌত করা হয়। তবেই নাপাকি থেকে ও তার ক্ষতি থেকে পরিপূর্ণ পবিত্রতা হাসিল হবে।

فوائد الحديث

কুকুরের লালা কঠিন অপবিত্র

কুকুর পাত্রে মুখ লাগালে তা নাপাক হয়ে যায় এবং তার মধ্যে থাকা পানিও নাপাক করে দেয়।

মাটি দিয়ে পরিষ্কার করা এবং সাতবার ধৌত করা কেবল কুকুরের লালার সাথে খাস, তার প্রস্রাব, তার পায়খানা এবং কুকুরটি যে সমস্ত জিনিস নাপাক ও ময়লা করে সেগুলোর জন্য নয়।

মাটি দিয়ে পাত্র ধোয়ার নিয়ম: পাত্রে পানি রেখে তাতে মাটি যোগ করুন, তারপর এই মিশ্রণ দিয়ে পাত্রটি ধুয়ে ফেলুন।

হাদীসটির বাহ্যিক অর্থ হলো, এটা সব কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি শরীয়ত যেসব কুকুর পালন করার অনুমোদন দিয়েছেন তার ক্ষেত্রে, যেমন শিকার করা, পাহারা দেওয়া এবং পশুপালন করার কুকুর।

সাবান বা পরিস্কার করার অন্য কোন উপাদান মাটির স্থলাভিষিক্ত নয়; কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিকে নির্দিষ্ট করেছেন।

التصنيفات

নাপাকী দূর করা, বরতনসমূহ