“প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।

“প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।

‘আবদুল্লাহ্ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে, প্রত্যেক আযান ও ইকামাতের মধ্যে নফল সালাত রয়েছে; তিনি তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন এবং তৃতীয়বার বললেন যে, যে ব্যক্তি সালাত পড়তে চায় তার জন্য এটি মুস্তাহাব।

فوائد الحديث

আযান ও ইকামার মাঝে সালাত পড়া মুস্তাহাব।

বারবার কথা উচ্চারণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটি করা হয় তিনি যা বলবেন তা শোনাতে এবং তার গুরুত্ব নিশ্চিত করতে।

দু’টি আযান বলতে বোঝায়: আযান ও ইকামাত এবং তাদেরকে প্রধান্যদানের ভিত্তিতে দু’টি আযান বলা হয়, যেমন দুটি চাঁদ (সূর্য ও চাঁদ) এবং দুটি ওমর (আবু বকর এবং ওমর)।

আযান হল সালাতের ওয়াক্ত প্রবেশ করার বিজ্ঞপ্তি এবং ইকামাহ হল সালাতের কর্মগুলোর উপস্থিতির বিজ্ঞপ্তি।

التصنيفات

আযান ও ইকামাত, নফল সালাত