“মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

“মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

আব্দুর রহমান ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ”তাওয়াগী”র নামে শপথ করা থেকে নিষেধ করেছেন, ”তাওয়াগী” হলো ”তাগিয়্যাহ” শব্দের বহুবচন। এগুলো সেসব মূর্তি মুশরিকরা আল্লাহ ছাড়া যার ইবাদত করতো। এগুলো তাদের সীমালঙ্ঘন ও কুফরির কারণ ছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাপ-দাদার নামে শপথ করা থেকে নিষেধ করেছেন। কারণ, প্রাক-ইসলামী যুগে গর্ব ও শ্রদ্ধার বশবর্তী হয়ে বাপ-দাদার নামে শপথ করা আরবদের রীতি ছিল।

فوائد الحديث

আল্লাহ ও তাঁর নাম ও গুণাবলী ছাড়া শপথ করা জায়েয নয়।

”তাওয়াগীত”, বাপ-দাদা, নেতা, মূর্তি এবং এগুলোর মত অন্যান্য বাতিল জিনিসের নামে শপথ করা হারাম।

আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা ছোট শিরক এবং কখনো এটি বড় শিরক হতে পারে, যদি সে তার অন্তরে যার শপথ করছে তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং তাকে সেভাবে শ্রদ্ধা করে যেমন সে আল্লাহর প্রতি শ্রদ্ধা পোষণ করে বা তার জন্য ইবাদতের কোন হক রয়েছে বলে বিশ্বাস করে।

التصنيفات

তাওহীদুল উলুহিয়্যাহ