আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন।

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ‘তে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকূ‘ হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দু’হাত উঠাতেন এবং سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ(সামিয়াল্লাহু লিমান হামেদাহ,রব্বানা ওয়ালাকাল হামদু) বলতেন। কিন্তু সাজদার সময় তিনি এমন করতেন না।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিন স্থানে কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন, কাঁধ হচ্ছে: গলার পাশের হাড় ও বাহুর সংযোগস্থল। প্রথম স্থান: সালাতের শুরুতে তাকবীরে তাহরীমা(আল্লাহু আকবার) বলার সময়। দ্বিতীয় স্থান: রুকুর জন্য”আল্লাহু আকবার” বলার সময়। তৃতীয় স্থান: রুকু থেকে মাথা উঠানোর সাথে سمع الله لمن حمده ربنا ولك الحمد (সামিয়াল্লাহু লিমান হামেদাহ,রব্বানা ওয়ালাকাল হামদু)বলার সময়। সিজদা শুরু করার সময় এবং সিজদা থেকে মাথা তোলার সময় তিনি তাঁর উভয় হাত উঠাতেন না।

فوائد الحديث

রফ‘উল ইয়াদাইন তথা দুই হাত উত্তোলনের তাৎপর্েযর অন্যতম হচ্ছে: এটা সালাতের সৌন্দর্য্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার জন্য সম্মান প্রদর্শন।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চতুর্থ আরেকটি স্থানেও দুই হাত উত্তোলন করা সাব্যস্ত হয়েছে, যেমন আবু হুমাইদ আস-সা‘ঈদী রদিয়াল্লাহু আনহু সূত্রে আবূ দাঊদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সে স্থানটি হচ্ছে- চতুর্থ অথবা তৃতীয় রাকাত বিশিষ্ট সালাতের প্রথম তাশাহ্হুদ থেকে উঠে দাঁড়ানোর সময়।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সাব্যস্ত হয়েছে , তিনি তাঁর দুই হাত দ্বারা স্পর্শ না করেই কান পর্যন্ত উঠাতেন, যেমনটি বুখারী ও মুসলিমে মালিক ইবনুল হুয়াইরিছ রদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে: “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, তখন তাঁর দুই হাত স্বীয় কান বরাবর উঠাতেন।”

সামি‘আল্লাহু লিমান হামিদাহ এবং রব্বানা ওয়া লাকাল হামদ একত্রে বলার ব্যাপারটি ইমাম এবং একক সলাত আদায়কারীর জন্য খাস। আর মুক্তাদী রব্বানা ওয়া লাকাল হামদ বলবে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকুর পরে ”রব্বানা ওয়া লাকাল হামদ” চারভাবে বলা প্রমাণিত, আর এটি হচ্ছে সেগুলোর মধ্যে একটি। সবচেয়ে উত্তম হচ্ছে সালাত আদায়কারী ব্যক্তি এভাবে একবার বলবে, অন্যভাবে আরেকবার বলবে এবং এভাবে অন্যান্যগুলোও একেকবার বলবে।

التصنيفات

সালাতের পদ্ধতি