“সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।”

“সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।”

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: “সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।”

[হাসান] [এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে সবচেয়ে নিকৃষ্ট লোকদের সম্পর্কে সংবাদ দিয়েছেন। তারা হলো সেসব লোক যাদের জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদ বানায়, যেখানে এবং যার দিকে তারা সালাত আদায় করবে।

فوائد الحديث

কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম; কেননা এটি শির্কের মাধ্যম।

কবরের কাছে সালাত আদায় করা হারাম; যদিও তাতে কোন নির্মাণাদী না থাকে; কেননা মসজিদ বলা হয় যেখানে সিজদা করা হয়; যদিও সেখানে কোন নির্মাণ না থাকে।

যারা নেককার মানুষের কবরকে সালাত আদায়ের নিমিত্তে মসজিদ বানায়, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি; যদিও তাদের ধারনা যে, তারা এর দ্বারা আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন উদ্দেশ্যে করে থাকে।

التصنيفات

কিয়ামতের আলামতসমূহ