“তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ…

“তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর”।

আবূ যার জুনদুব ইবনু জুনাদাহ ও আবূ আব্দুর রহমান মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর”।

[তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান।] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি বিষয়ের আদেশ দিয়েছেন। প্রথমত: তাকওয়া অবলম্বন করা — অর্থাৎ সব সময় ও সব স্থানে, প্রত্যেক অবস্থায়, প্রকাশ্যে ও গোপনে, সুখে-দুঃখে, সুস্থতায় ও বিপদে — আল্লাহর আদেশ পালন করা এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। দ্বিতীয়ত: যদি কোনো পাপে লিপ্ত হয়ে যাও, তাহলে তার পরেই কোনো সৎকর্ম করো — যেমন সালাত, সদকা, সৎব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, তাওবা ইত্যাদি। কেননা এসব সৎকর্ম সেই পাপকে মুছে দেয়। তৃতীয়ত: মানুষের সঙ্গে উত্তম চরিত্রের সাথে আচরণ করো — যেমন তাদের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা, নম্র ও সদয় ব্যবহার করা, ভালো কাজ করা এবং অন্যের ক্ষতি থেকে নিজেকে বিরত রাখা।

فوائد الحديث

আল্লাহ্‌ তাআলার করুণা, ক্ষমা ও দয়াশীলতার মাধ্যমে বান্দাদের প্রতি তাঁর অনুগ্রহ ও অনুকম্পা।

এই হাদীস তিন ধরনের অধিকারকে শামিল করেছে: আল্লাহর অধিকার — তাকওয়া অবলম্বনের মাধ্যমে; নিজের অধিকার — পাপের পর সৎকর্ম করার মাধ্যমে এবং মানুষের অধিকার — উত্তম আচার-আচরণে মানুষের সঙ্গে ব্যবহার করার মাধ্যমে।

পাপের পর সৎকর্ম করার প্রতি উৎসাহ প্রদান এবং উত্তম চরিত্র — এগুলো তাকওয়ার গুণাবলির অন্তর্ভুক্ত। তবে প্রয়োজনীয়তা বুঝাতে এগুলো আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ