“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো, তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হলো।”

“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো, তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হলো।”

জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত: “যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হলো।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

প্রত্যেক বিষয়ে কোমলতা অবলম্বনের প্রতি হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। আর যে ব্যক্তি কঠোরতা ও হিংস্রতা অবলম্বন করে, তাকে তার কর্মে মঙ্গল থেকে বঞ্চিত করে দেওয়া হয়।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ