“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”

“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”

জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি দয়া থেকে বঞ্চিত, তাকে তার ধর্মীয় ও পার্থিব বিষয়ে এবং যেসব বিষয়ে সে নিজের স্বার্থে কাজ করে আর যেসব বিষয়ে সে অন্যদের সাথে কাজ করে তাতে সে তৌফিকপ্রাপ্ত হয় না। কাজেই সে সকল কল্যাণ বঞ্চিত।

فوائد الحديث

নম্রতার ফযীলত বর্ণনা এবং নম্রতার গুণে গুণান্বিত হওয়ার প্রতি উত্সাহ প্রদান আর কঠোরতার প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

দয়ার (উদারতার) দ্বারা দুই জগতের মঙ্গল নিশ্চিত হয় এবং তার বিষয়গুলো সম্প্রসারণ হয় আর কঠোরতার ভেতর রয়েছে তার বিপরীত।

উদারতা ভাল আচরণ এবং নিরাপত্তার ফল, যখন কঠোরতা গোস্বা এবং অভদ্রতার ফল, তাই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দয়ার অতিরিক্ত প্রশংসা করেছেন।

সুফিয়ান আল-সাওরী- রাহিমাহুল্লাহ- তাঁর সঙ্গীদের বললেন: তোমরা কি জান দয়া-নমনিয়তা কী? তা হলো প্রত্যেক জিনিসকে তার সঠিক জায়গায় স্থাপন করা: কঠোরতার জায়গায় কঠোরতা আর দয়ার জায়গায় দয়া করা, তরবারির জায়গায় তরবারি আর চাবুকের জায়গায় চাবুক ব্যবহার করা।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ