‘‘আচ্ছা তোমরা বল তো, যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার…

‘‘আচ্ছা তোমরা বল তো, যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কোন ময়লা অবশিষ্ট থাকবে কি?’’

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন: ‘‘আচ্ছা তোমরা বল তো, যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কোন ময়লা অবশিষ্ট থাকবে কি?’’ সাহাবীরা বললেন, ‘না, কোন ময়লা অবশিষ্ট থাকবে না।’ তিনি বললেন, ‘‘পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণও সেরূপ। এর দ্বারা আল্লাহ পাপরাশি নিশ্চিহ্ন করে দেন।’’

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দিনেরাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কে, যা ব্যক্তির সগীরাহ গুনাহসমূহের কাফফারা হয় এবং তা মুছে যায়, তার বাড়ির দরজার সামনে একটি নদীর সাথে তুলনা করেছেন, যেখানে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, ফলে তার শরীরে কোন ময়লা ও দুর্গন্ধ অবশিষ্ট থাকে না।

فوائد الحديث

সালাতের এ ফযীলত শুধু সগীরাহ গুনাহ মাফের সাথে নির্দিষ্ট। অন্যদিকে কবীরাহ গুনাহ তাওবাহ ব্যতীত মাফ হয় না।

পাঁচ ওয়াক্ত সালাত, এর শর্ত, রুকন, ওয়াজিব ও সুন্নাতসমূহ সহকারে নিয়মিতভাবে আদায় করার ফযীলত হাদীসে বর্ণিত হয়েছে।

التصنيفات

সালাতের ফযীলত