আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই…

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু বকর আল-সিদ্দিক এবং ওমর আল-ফারুক রাদিয়াল্লাহু আনহুমা নবীগণের পর সর্বোত্তম এবং নবী ও রাসূলগণ বাদে জান্নাতে প্রবেশকারী সবার চেয়ে উত্তম মানুষ।

فوائد الحديث

নবী ও রাসূলগণের পর আবু বকর হলেন মানুষের ভেতর সর্বোত্তম।

জান্নাতে কোন বয়স্ক লোক নেই, বরং সেখানে প্রবেশকারী সবাই তেত্রিশ বছর বয়সী যুবক হবেন। উদ্দেশ্য হল দুনিয়াতে বৃদ্ধাবস্থায় মৃত্যু বরণকারীগণ, অথবা এটি হল হাদীসের সময় যারা দুনিয়াতে বৃদ্ধ ছিলেন তাদের হিসাবে।

التصنيفات

সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের স্তরসমূহ, সাহাবীগণের ফযীলত