নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসার সম্পর্কে বলেছেন, “তাদেরকে কেবলমাত্র মু’মিনই ভালোবাসে এবং তাদের প্রতি…

নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসার সম্পর্কে বলেছেন, “তাদেরকে কেবলমাত্র মু’মিনই ভালোবাসে এবং তাদের প্রতি কেবলমাত্র মুনাফিকই বিদ্বেষ রাখে। যে ব্যক্তি তাদেরকে ভালবাসবে, আল্লাহও তাকে ভালবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।

বারা’ ইবনে আযিব রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসার সম্পর্কে বলেছেন, “তাদেরকে কেবলমাত্র মু’মিনই ভালোবাসে এবং তাদের প্রতি কেবলমাত্র মুনাফিকই বিদ্বেষ রাখে। যে ব্যক্তি তাদেরকে ভালবাসবে, আল্লাহও তাকে ভালবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

বারা ইবন আযেব রাদিয়াল্লাহু আনহুমা সংবাদ দেন যে, আনসারীদের সুন্দর প্রতিশ্রুতি পরায়ণতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মহব্বত করার ওপর উৎসাহ প্রদান করেন এবং একে ঈমানের আলামত বলে সাব্যস্ত করেন। এ ছাড়াও রিসালাতের খিদমাতে তাদের অগ্রসর হওয়া, দীন ইসলামের সাহায্য করা, ইসলামের প্রচারের ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করা, মুসলিমদের আশ্রয় দেওয়া এবং দীনের গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করা, রাসূলের প্রতি তাদের মহব্বত এবং তাদের প্রতি রাসূলের মহব্বত করা, তার সামনে জান-মাল কুরবানী করা, জিহাদ করা এবং ইসলামকে প্রাধান্য দিতে গিয়ে সব মানুষের সাথে তাদের বিরোধিতা ও যুদ্ধ করা ইত্যাদি কারণেই তাদের মহব্বতের প্রতি আল্লাহর রাসূল জোর দেন। বরং পরম সত্যবাদী স্পষ্ট করেন যে, তাদের প্রতি দুশমনি একমাত্র ঐ ব্যক্তির পক্ষ থেকেই চিন্তা করা সম্ভব যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনবে না, নিফাকের মধ্যে ডুবে থাকবে।

التصنيفات

ঈমানের শাখাসমূহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ফযীলত