“এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”।

“এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”।

আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাম হাতে রেশম ও ডান হাতে স্বর্ণ নিলেন, তারপর এগুলোসহ তার দু’হাত উঁচু করে বললেনঃ “এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম হাতে একটি রেশমী কাপড় বা তার একটি টুকরো নিলেন এবং তাঁর ডান হাতে সোনার গহনা বা অনুরূপ কিছু নিলেন, তারপর বললেন: রেশম এবং সোনা। এগুলো পরিধান করা পুরুষদের জন্য হারাম, কিন্তু এ দু’টি মহিলাদের জন্য হালাল।

فوائد الحديث

সিন্ধি বলেন: (হারাম): অর্থাৎ পরিধান করে ব্যবহার করা হারাম; অন্যথায় ভাংতি, খরচ ও বিক্রির কাজে ব্যবহার করা সকলের জন্য জায়েয, তবে স্বর্ণ দ্বারা পাত্র তৈরি করে ব্যবহার করা সকলের জন্য হারাম।

অলংকরণ এবং অনুরূপ প্রয়োজনের কারণে নারীদের উপর ইসলামী শরীয়ার প্রশস্ততা।

التصنيفات

পোশাক ও সাজ-সজ্জা