তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা সবোর্চ্চ মিথ্যা কথা।

তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা সবোর্চ্চ মিথ্যা কথা।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, “তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা সবোর্চ্চ মিথ্যা কথা।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

হাদীসটিতে ভিত্তিহীন ধারণা করা থেকে সতর্ক করা হয়েছে, যেমন মানুষ শুধু এই ধারণার ওপর নির্ভর করে ও তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়। এটি অবশ্যই একটি খারাপ চরিত্র এবং সবচেয়ে বড় মিথ্যা। কারণ, ধারণাকারী যদি এমন কিছুর ওপর নির্ভর করে যার ওপর নির্ভর করা যায় না এবং তাকে সে মূল বলে গণ্য করে এবং তার দ্বারা সে নিশ্চিত হয়, তা অবশ্যই মিথ্যা হবে বরং বড় ধরনের মিথ্যা।

فوائد الحديث

যে ধারণা কোন দলীলের ওপর ভিত্তি করে জন্মেনি তা থেকে সতর্ক থাকা।

যার কাছ থেকে আলামাত পাওয়া গেছে তার প্রতি খারাপ ধারণা করা ক্ষতিকর নয়, যেমন: খারাপ লোক এবং ফাসেকরা।

উদ্দেশ্য হলো সে সব অপবাদ যা মনের মধ্যে গেথে গেছে এবং তার ওপর ধারাবাহিকতা থাকা। কিন্তু যে সব ধারনা অন্তরে উদ্রেক হয়; কিন্তু বেশিক্ষণ থাকে না তা ধর্তব্য নয়।

التصنيفات

নিন্দনীয় স্বভাবসমূহ, নিন্দনীয় স্বভাবসমূহ