‘‘সেই কাফেলার সঙ্গে [রহমতের] ফিরিশতা থাকেন না, যাতে কুকুর বা বেজে উঠা ঘন্টা থাকে।’’

‘‘সেই কাফেলার সঙ্গে [রহমতের] ফিরিশতা থাকেন না, যাতে কুকুর বা বেজে উঠা ঘন্টা থাকে।’’

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘‘সেই কাফেলার সঙ্গে [রহমতের] ফিরিশতা থাকেন না, যাতে কুকুর বা বেজে উঠা ঘন্টা থাকে।’’

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিরিশতারা এমন সফরসঙ্গীদের সাথে থাকেন না, যাদের সাথে কুকুর থাকে বা পশুর গলায় ঝুলানো ঘণ্টা থাকে, যা নড়াচড়া করলে শব্দ করে।

فوائد الحديث

কুকুর পোষা এবং সফরে নেওয়া নিষেধ। তবে শিকার বা পাহারার জন্য কুকুর রাখার অনুমতি রয়েছে।

যে ফিরিশতারা সঙ্গ দিতে বিরত থাকেন, তারা হলো রহমতের ফিরিশতা। তবে হেফাজতকারী ফিরিশতারা বান্দাদেরকে তাদের নিজস্ব অবস্থানে ও সফরে সঙ্গ দেন।

ঘণ্টা ব্যবহার নিষেধ, কারণ এটি শয়তানের বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত এবং এতে খ্রিস্টানদের ঘণ্টার সাথে সাদৃশ্য রয়েছে।

মুসলিমের উচিত এমন সব কাজ থেকে দূরে থাকা, যা রহমতের ফিরিশতাদেরকে দূরে সরিয়ে দেয়।

التصنيفات

মালায়েকা