“যে ব্যক্তি সত্যি কারে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তা’আলা তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন…

“যে ব্যক্তি সত্যি কারে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তা’আলা তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন যদিও সে আপন শয্যায় ইন্তিকাল করে”।

সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি সত্যি কারে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তা’আলা তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন যদিও সে আপন শয্যায় ইন্তিকাল করে”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন , যে ব্যক্তি সত্যি করে ইখলাসের সাথে নিয়ত করে আল্লাহর রাস্তায় হত্যা ও শাহাদাত তলব করল, আল্লাহ তাকে তার সত্য নিয়তের জন্য শহীদদের মর্যাদা দান করবেন, যদিও সে তার বিছানায় জিহাদ বিহীন মারা যায়।

فوائد الحديث

নিয়তের সততার সাথে সামর্থ্যের কাজটি সম্পাদন করা হলে সাওয়াব ও প্রতিদান হাসিল করার উদ্দেশ্য হাসিল হয়, যদিও সে প্রয়োজনীয় কাজটি না করতে পারে।

এখানে আল্লাহ তা‘আলার রাস্তায় জিহাদ করা এবং শাহাদাত কামনা করতে উৎসাহিত করা হয়েছে।

আল্লাহ সামান্য আমলের ওপর জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করে এই উম্মত কে সম্মানিত করেছেন।

التصنيفات

অন্তরের আমলসমূহ, জিহাদের ফযীলত