“মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে বন্ধু বানাবে”।

“মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে বন্ধু বানাবে”।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে বন্ধু বানাবে”।

[হাসান] [رواه أبو داود والترمذي وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ অভ্যাসে ও চরিত্রে তার অন্তরঙ্গ বন্ধু ও দোস্তের মত হয়। বন্ধুত্ব আচরণ, চরিত্র ও স্বভাবে প্রভাব ফেলে। এই জন্য তিনি ভালো বন্ধু নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন। কারণ, বন্ধু তার বন্ধুকে ঈমান, হিদায়াত ও কল্যাণের পথ দেখাবে এবং তার সহযোগী হবে।

فوائد الحديث

ভালো লোকের সঙ্গ ও তাদের নির্বাচন করার নির্দেশ এবং খারাপ লোকের সঙ্গ থেকে নিষেধ করা হয়েছে এখানে।

হাদীসটিতে আত্মীয়ের পরিবর্তে বন্ধুকে নির্দিষ্ট করা হয়েছে; কারণ আপনিই বন্ধু বাছাই করেন, কিন্তু ভাই এবং আত্মীয় বাছাইয়ে আপনার পছন্দ নেই।

সাহচর্য গ্রহণ অবশ্যই চিন্তার ফল থেকে আসতে হবে।

একজন ব্যক্তি ঈমানদারদের সঙ্গ দ্বারা তার দীনকে শক্তিশালী করে এবং পাপীদের সঙ্গ দ্বারা তাকে দুর্বল করে।

التصنيفات

বন্ধুত্ব ও বৈরীতা সংক্রান্ত বিধানাবলী