“যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। যেহেতু, সত্য হলো শান্তি ও…

“যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। যেহেতু, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ”।

আবুল হাওরা সাদী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান ইব্‌ন আলী রাদিয়াল্লাহু আনহুমার নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছি: “যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। যেহেতু, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ”।

[সহীহ]

الشرح

যে সব কথা এ কাজ নিষিদ্ধ কি নিষিদ্ধ না হারাম নাকি হালাল এ বিষয়ে সংশয় রয়েছে সে গুলো ছেড়ে এমন সব কাজ কর্ম করার নির্দেশ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন যে গুলো ভালো ও হালাল হওয়া নিশ্চিত। কারণ হৃদয় তার প্রতি শান্ত হয় এবং তৃপ্তি অনুভব করে। আর যাতে সন্দেহ থাকে তার কারণে হৃদয় অস্থীর ও বিরক্ত হয়।

فوائد الحديث

একজন মুসলিমের দায়িত্ব হল সন্দেহজনক বিষয়গুলোকে পরিত্যাগ করা এবং নিশ্চিতের উপর তার বিষয়গুলোর ভিত্তি রাখা। আর তার দীনের বিষয়গুলোতে যেন অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়।

সন্দেহের মধ্যে পড়া নিষেধ।

আপনি যদি প্রশান্তি এবং আরাম চান, সন্দেহ ত্যাগ করুন এবং এটি একপাশে রাখুন।

আল্লাহর স্বীয় বান্দাদের প্রতি করুণা সাব্যস্ত হয়। কারণ, তিনি তাদেরকে এমন কাজ করতে আদেশ করেছেন যা মানসিক ও আত্মার শান্তি আনে এবং যা উদ্বেগ ও বিভ্রান্তি নিয়ে আসে তা থেকে তাদের নিষেধ করেছেন।

التصنيفات

বিরোধ ও প্রাধান্য দান