“প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সে, যে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন…

“প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সে, যে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা ত্যাগ করে।”

আব্দুল্লাহ ইবনু ’আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সে, যে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা ত্যাগ করে।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন , পূর্ণাঙ্গ মুসলিম হলো সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। অর্থাৎ, সে তাদের গালি দেয় না, অভিশাপ দেয় না, তাদের গিবত করে না এবং তার জিহ্বা দিয়ে তাদেরকে কোনো প্রকারের কষ্ট দেয়না বা ক্ষতি করে না। এবং তার হাত থেকেও তারা নিরাপদ থাকে, অর্থাৎ সে তাদের উপর যুলুম করে না, তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে না এবং এজাতীয় অন্য কোনো কাজ করে না। আর মুহাজির হল সেই ব্যক্তি, যে আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করে।

فوائد الحديث

ইসলামের পূর্ণতা তখনই অর্জিত হয়, যখন অন্যকে শারীরিক বা মানসিকভাবে কষ্ট না দেওয়া হয়।

জিহ্বা ও হাতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এ দুটির মাধ্যমে বেশিরভাগ গুনাহ ও ক্ষতি সংঘটিত হয়।

গুনাহ পরিত্যাগ করা এবং আল্লাহ তাআলার আদেশ মেনে চলার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

সর্বোত্তম মুসলিম হল সেই ব্যক্তি, যে আল্লাহ তাআলার হক এবং মুসলিমদের হক যথাযথভাবে আদায় করে।

যুলুম বা অত্যাচার কথার মাধ্যমেও হতে পারে, আবার কাজের মাধ্যমেও হতে পারে।

প্রকৃত হিজরত হল আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করা।

التصنيفات

ঈমানের বৃদ্ধি ও হ্রাস, প্রশংসিত চরিত্রসমূহ, কথা বলা ও চুপ থাকার আদব