“রহমান-আল্লাহ দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে তিনি(আল্লাহ) তোমাদের…

“রহমান-আল্লাহ দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে তিনি(আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।”

আব্দুল্লাহ ইবনু ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “রহমান-আল্লাহ দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে তিনি(আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।”

[সহীহ] [رواه أبو داود والترمذي وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন , যারা অপরকে দয়া করেন রহমান সব কিছু বেষ্টনকারী তাঁর স্বীয় রহমত দ্বারা তাদের ওপর দয়া করেন, মূলত প্রতিদান স্বীয় আমল অনুযায়ী হবে। তারপর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জমিনে যত মানুষ অথবা প্রাণী অথবা পাখী অথবা তা ছাড়া যত প্রকার মাখলূক রয়েছে তাদের সবার ওপর দয়া করার নির্দেশ দিয়েছেন; আর তার প্রতিদান হলো, আল্লাহ তা‘আলা আসমানসমূহের ওপর থেকে তোমাদেরকে দয়া করবেন।

فوائد الحديث

ইসলাম হলো দয়া করার ধর্ম। ইসলামের পুরোটা আল্লাহর আনুগত্য ও মাখলূকের প্রতি দয়ার ওপর প্রতিষ্ঠিত।

মহান ও সম্মানিত আল্লাহ দয়ার গুণে গুণান্বিত। তিনি সকল দোষ থেকেপবিত্র, অতিশয় দয়ালু ও পরম করুণাময় যিনি স্বীয় বান্দাদের প্রতি রহমত পৌঁছান।

যেমন কর্ম তেমন ফল। কাজেই দয়াশীলদের প্রতি আল্লাহ দয়া করেন।

التصنيفات

তাওহীদুল আসমা ও সিফাত, প্রশংসিত চরিত্রসমূহ