“যখন তোমাদের কেউ অযু করে তার দু’টি মোজা পরিধান করে সে যেন তাতে সালাত আদায় ও তার ওপর মাসেহ করে তারপর তা জানাবত ছাড়া…

“যখন তোমাদের কেউ অযু করে তার দু’টি মোজা পরিধান করে সে যেন তাতে সালাত আদায় ও তার ওপর মাসেহ করে তারপর তা জানাবত ছাড়া খুলবে না”।

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ অযু করে তার দু’টি মোজা পরিধান করে সে যেন তাতে সালাত আদায় ও তার ওপর মাসেহ করে তারপর তা জানাবত ছাড়া খুলবে না”।

[সহীহ] [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে, মুসলিম অযু শেষে যখন তার দু’টি মোজা পরিধান করে, তারপর অযু ভেঙ্গে যায় ও অযু করার ইচ্ছে করে, তখন তার জন্য মোজার ওপর মাসেহ করার অনুমতি রয়েছে যদি সে তা চায় এবং তাতে সালাত আদায় করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তা খুলবে না, তবে জানাবত হলে তার ওপর আবশ্যক হল মোজা খুলে গোসল করা।

فوائد الحديث

পরিপূর্ণ পবিত্রতার পর মোজা পরিধান করা ছাড়া তাদের ওপর মাসেহ করা বৈধ নয়।

মুকিমের জন্য মাসেহ করার সময়: একদিন ও একরাত মাসেহ করা আর মুসাফিরের জন্য তিনদিন তিন রাত মাসেহ করা।

মোজার ওপর মাসেহ করা ছোট নাপাকের সাথে খাস, তবে বড় নাপাকের পর মাসেহ করা বৈধ নয়, বরং দু’টি মোজা খুলে দুই পা ধৌত করা জরুরি।

ইহুদীদের বিরোধিতা করে জুতা, মোজা ও এই জাতীয় জিনিসের ওপর সালাত আদায় করা মুস্তাহাব, যদি তাতে মুসলিমদের অথবা কার্পেট বিছানো মসজিদের মত মসজিদের কষ্ট না হয়, তখন তা নিয়ে সালাত আদায় করবে না।

দুই মোজার ওপর মাসেহ করা এই উম্মতের ওপর সহজ ও শিথিলতা করণ।

التصنيفات

মোজা ও মোজার মত বস্তুতে মাছেহ করা