“যে ব্যক্তি আমার পক্ষ হতে এমন হাদীস বর্ণনা করে সেটিকে মিথ্যা মনে হয়, সে মিথ্যাবাদীদের একজন”।

“যে ব্যক্তি আমার পক্ষ হতে এমন হাদীস বর্ণনা করে সেটিকে মিথ্যা মনে হয়, সে মিথ্যাবাদীদের একজন”।

সামুরাহ ইবন জুনদুব ও মুগিরাহ ইবন শুবাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আমার পক্ষ হতে এমন হাদীস বর্ণনা করে সেটিকে মিথ্যা মনে হয়, সে মিথ্যাবাদীদের একজন”।

[সহীহ] [رواه مسلم في مقدمته]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে কেউ তাঁর কাছ থেকে একটি হাদীস উদ্ধৃত করে অথচ সে জানে বা মনে করে বা তার ধারনায় প্রবল হয় যে এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা রচনা; এমন অবস্থায় তার বর্ণনাকারী এই মিথ্যাটি রচনাকারীর অংশীদার হবে।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সূত্রে বর্ণিত হাদীসগুলো প্রচার করার আগে তার সত্যতা যাচাই করা।

যে মিথ্যা রচনা করেন এবং যে এটিকে বর্ণনা করেন এবং যে এটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেন সবার ওপর মিথ্যার বিশেষণটি প্রযোজ্য হয়।

যে হাদীসটি বানোয়াট বলে জানেন, অথবা হাদীসটি বানোয়াট হওয়ার ওপর যার প্রবল ধারনা সৃষ্টি হয় তার পক্ষে বানোয়াট হাদীস বর্ণনা করা হারাম, তবে তার বিরুদ্ধে সতর্ক করার জন্য হলে হারাম নয়।

التصنيفات

সুন্নতের গুরুত্ব ও তার মর্যাদা, নিন্দনীয় স্বভাবসমূহ