إعدادات العرض
দো‘আ ও যিকিরসমূহের ফিকহ
দো‘আ ও যিকিরসমূহের ফিকহ
2- “বান্দা সিজদা অবস্থায় স্বীয় রবের সর্বাধিক নিকটবর্তী হয়। সুতরাং (সিজদায়) তোমরা অধিক দু‘আ করো।”
3- : سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر
5- أعوذ بكلمات الله التامات من شر ما خلق
6- سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر
7- “যে ব্যক্তি কোন রাতে সূরাহ বাকারার শেষ দু’টি আয়াত পাঠ করে, সে দুটিই তার জন্য যথেষ্ট।”
8- الحمد لله سبحان الله والحمد لله
9- :
10- يا مقلب القلوب ثبت قلبي على دينك
20- আল্লাহর শপথ! আমি প্রত্যহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তিগফার [ক্ষমাপ্রার্থনা] ও তাওবা করে থাকি।
27- আযান ও ইকামাতের মাঝে দো‘আ প্রত্যাখ্যান করা হয় না।
33- হে আল্লাহ আমি ঋণের বোঝা, দুশমণের প্রাধান্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি।
36- اللهم ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار
43- বল, হে আল্লাহ আমাকে হিদায়াত দিন ও সঠিক লক্ষ্যে পৌঁছান।
59- : :
60- اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك
62- হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা! তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করো।
85- তোমরা আল্লাহর নিকট মুসীবতের কাঠিন্য, অনিষ্টের স্পর্শ, খারাপ তাকদীর ও শত্রুর উপহাস থেকে পানাহ চাও।
87- তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেক উঁচু স্থানে ‘আল্লাহু আকবার’ তথা আল্লাহর তাকবীর বলো।